Wellcome to National Portal
Main Comtent Skiped

কক্সবাজার কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

কক্সবাজার জেলা কারাগার।

 

০১.

কারাগারে আটক বন্দীদের সাথে দেখাসাক্ষাতের নিয়মাবলীঃ

১.১

সাজাপ্রাপ্ত কয়েদী বন্দীদের সাথে মাসে একবার দেখা করা যাবে।

১.২

বিচারাধীন বন্দীদের সাথে প্রতি ১৫ (পনের) দিন পর পর দেখা করা যাবে।

১.৩     

ডিটেন্যূ ও নিরাপদ হেফাজতী বন্দীদের সাথে দেখা করতে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট/আদালতের অনুমতিরপ্রয়োজন।

১.৪

দেখাসাক্ষাত ২০ (বিশ) মিনিটের মধ্যে শেষ করতে হবে।

১.৫

প্রত্যেক সাক্ষাত প্রার্থীকে তল্লাশী করা হবে। তল্লাশী করতে বাধা দিলে সাক্ষাত কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।

১.৬

রান্না করা খাবার ও কারাগারে নিষিদ্ধ এমন দ্রব্য সরবরাহ করা যাবে না। শুকনা খাবার যেমন-চিড়া, মুড়ি,গুর, বিস্কুট, ফল ইত্যাদি সরবরাহ করা যাবে।

১.৭

দেখা সাক্ষাতের জন্যআবেদনপত্র দাখিল করতে হয়। আপনি যদি আবেদন পত্র লিখতে না পারেন তাহলে সাক্ষাতকক্ষের পার্শ্বে কর্মচারীর  নিকট হতে  ছাপানো আবেদনপত্র সংগ্রহ করে দাখিল করুন।

১.৮

সাক্ষাতপ্রার্থীদের সহজ ও ন্যায্য মূলে নিত্য প্রযোজনীয় দ্রব্যাদি সরবরাহের জন্যসাক্ষাত কক্ষের সামনে ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি হচ্ছে। আপনি ক্যান্টিন থেকে মালামাল ক্রয় করে বন্দীকে সরবরাহ করতে পারেন। দাম বেশি রাখলে বা ওজনে কম দিলে।নিম্নের ফোন নম্বরে জানাবেন।

১.৯

মোবাইল ফোন নিয়ে সাক্ষাত কক্ষে প্রবেশ নিষিদ্ধ। মোবাইল জমা দিয়ে টোকেন বুঝে নিন।

১.১০

বন্দীদের সাথে দেখা সাক্ষাতের জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না। কাউকে টাকা দিবেন না। কেউ টাকা দাবী করলে নিম্নের ফোন নম্বরে জানাবেন।

 

ক) জেল সুপার,মোবাইলঃ ০১৭৩৩-০৬৩৯৮৩।   ফোন ৬৪৬০২,

খ)  জেলার,     মোবাইলঃ  ০১৭৩৩-০৬৩৯৮৪।   ফোন ৬৩৪৯৭,

০২.

পিসির টাকা জমার নিয়মাবলীঃ

২.১

এখানে পিসির টাকা জমা নেয়া হয়।

২.২

পিসির টাকা জমা দেয়ার জন্য কোন আবেদনের প্রয়োজন হয় না।

২.৩

পিসির টাকা গ্রহণের নির্ধারিত স্থানে টাকা জমা করুন। অন্য কারো কাছে টাকা জমা দিবেন না।

২.৪

পিসির টাকা জমা দানের ব্যাপারে কোন বাড়তি টাকার প্রয়োজন হয় না। যদি কেহ পিসির টাকা জমা দেয়ার ব্যাপারে অহেতুক সময় ক্ষেপন বা কোন রকমঅসুবিধা বা অর্থ দাবী করে তবে তাৎক্ষনিকভাবে নিম্নলিখিত টেলিফোন নাম্বারে জানান অথবা অনুসন্ধানে রক্ষিত অভিযোগ রেজিস্ট্রারেলিপিবদ্ধ করুন।

২.৫

আপনার বন্দীর পিসির নাম্বার জেনে সঠিক নাম্বারে টাকা জমা দিন।

২.৬

প্রতি দিনই নির্ধারিত সময়ের মধ্যে পিসিতে টাকা জমা দিতে পারবেন।

২.৭

তবে আপনি ইচ্ছা করলে ডাকযোগে মানি অর্ডারের মাধ্যমে পিসির টাকা জমা করতে পারেন।

২.৮

পিসিতে জমাকৃত টাকা দ্বারা বন্দীগণ কারাভ্যন্তরের ক্যান্টিন থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও খাদ্য দ্রব্য সুলভ  মূল্যে ক্রয় করতে পারেন।

 

 

 

 

 

 

 

 

 

০৩.

জামিন সংক্রান্ত নিয়মাবলীঃ

৩.১

জামিনে মুক্তিযোগ্য বন্দীদের তালিকা নোটিশ বোর্ডে টাঙ্গানো আছে।

৩.২

জামিননামা কারাগারে পৌঁছানোর ব্যাপারে নিশ্চিত হওয়া সত্ত্বেও নোটিশ বোর্ডে টাঙ্গানো জামিন তালিকায় আপনার বন্দীর নামটি খুuঁজ দেখুন, নাম না থাকলে অনুসন্ধানে খবর নিন।

৩.৩

যে সব বন্দীর জামিনামায় ভূল আছে তাদের তালিকাও নোটিশ বোর্ডে টাঙ্গানো আছে। তারা আজ মুক্তি পাবে না। তাদের আগামীকাল মুক্তি পাবার সম্ভাবনা আছে। তাই অহেতুক অপেক্ষা না করে আগামীকাল আসুন। লাউড স্পীকারের ঘোষনা অনুযায়ী কোন বন্দী নির্ধারিত সময়ে মুক্ত না হলে অনুসন্ধানে যোগাযোগ করুন।

৩.৪

বন্দী মুক্তির জন্য কোন অর্থের প্রয়োজন হয় না। যদি কেহ অর্থ দাবী করে বা অর্থের বিনিময়ে জামিন ত্বরানিত করে দেবে বলে আশ্বাস দেয় তবে তাৎক্ষনিকভাবে বিষয়টি জেলার/জেল সুপার এর মোবাইল/টেলিফোন নাম্বারে জানাতে পারেন অথবা অনুন্ধানে রক্ষিত অভিযোগ রেজিস্ট্রারেলিপিবদ্ধ করতে পারেন।

৩.৫

বন্দী মুক্তির বিষয়টি আধ ঘন্টা পরপরলাউড স্পিকারের মাধ্যমে ঘোষনা করা হবে। আপনারা বিষয়টি জেনে নিন এবং তদনুযায়ী কাজ করুন।

 

 

০.৪

ওকালতনামা স্বাক্ষরের নিয়মাবলীঃ

৪.১

ওকালতনামা নিদির্ষ্ট বাক্সে জমা দিন।

৪.২

বন্দীর পূর্ণ ঠিকানা এবং মামলা বৃত্তান্ত সঠিকভাবে লিখে ওকালতনামা বাক্সে ফেলুন।

৪.৩

ওকালতনামা স্বাক্ষরের জন্য কোন প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না।

.৪

০১ ঘন্টা অন্তর অন্তর ওকালতনামা বাক্স খুলে বন্দীর স্বাক্ষরান্তে আইনজীবি/আত্মীয় স্বজনের নিকট    হস্তান্তার করা হয়। নিদিষ্ট সময়ের মধ্যে ওকালতনামা ফেরত না পেলে অনুসন্ধানে বা রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষীর নিকট অথবা নীচে উল্লেখিত টেলিফোন নাম্বারে অবহিত করুন।

৪.৫

ওকালতনামা স্বাক্ষরের জন্য কোন প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। ওকালতনামা স্বাক্ষরের জন্য আপনার কাছে টাকা পয়সা দাবী করলে রিজার্ভ গার্ডে কর্তব্যরত প্রধান কারারক্ষী অথবা নিম্নলিখিত টেলিফোন নাম্বারে জানাতে পারেন অথবা অনুসন্ধানে রক্ষিত অভিযোগ রেজিস্ট্রারেলিপিবদ্ধ করতে পারেন।

 

৪.৬

ক) জেল সুপার,মোবাইলঃ ০১৭৩৩-০৬৩৯৮৩।   ফোন ৬৪৬০২,

খ)  জেলার,     মোবাইলঃ  ০১৭৩৩-০৬৩৯৮৪।   ফোন ৬৩৪৯৭, 

০.

বিশ্রামাগারের নিয়মাবলীঃ

৫.১

বিশ্রামাগারে পর্যাপ্ত বসার ব্যবস্থা রয়েছে।

৫.২

বিশ্রামাগারে বৈদ্যুতিক পাখা, পানীয় জল এবং টয়লেটের সুব্যবস্থা রয়েছে।

৫.৩

অফিসে কোন প্রয়োজসীয় সংবাদ পৌঁছাতে হলে অনুসন্ধানের সাথে যোগাযোগ করুন।

৫.৪

বিশ্রামাগারে অবস্থানকালে কোন প্রকার অসুবিধা হলে কর্তব্যরত প্রধান কারারক্ষী/ কারারক্ষীকে অবহিত করুন।-