Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কক্সবাজার কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


সেবার তালিকা

সেবার তালিকা                                                                                                                                                                                     

যে সেবাগুলো পাচ্ছেন -       

  • সাক্ষাতের স্লিপ সংগ্রহ ও জমা                 
  • ওকালতনামা জমা ও সংগ্রহ                  
  • বন্দিকে সরবরাহযোগ্য কাপড় ও অন্যান্য বৈধ দ্রব্য                   
  • জামিন ও খালাস সম্পর্কিত তথ্য                   
  • সাক্ষাতের সিরিয়াল গ্রহণ ও বিশ্রাম                   
  • সাক্ষাতের পূর্বে মোবাইল ও অন্যান্য সামগ্রী জমা রাখা                 
  • বন্দি সংক্রান্ত যেকোন বৈধ তথ্য
  • সুলভ মূল্যে ক্যান্টিনের সেবা গ্রহণ ও বন্দিকে প্রদান                  
  • বয়োবৃদ্ধ (ষাটোর্ধ্ব) ও শিশুদের সাক্ষাতের বিশেষ ব্যবস্থা                  
  • বন্দির পিসিতে সরাসরি টাকা জমা                    
  • ‘বিকাশ’ সেবার মাধ্যমে দুরদুরান্ত থেকে বন্দির পিসিতে টাকা প্রদান                  
  • শিশুর মাতৃদুগ্ধ পানের স্থান ও বিনোদনের ব্যবস্থা                  
  • তথ্যানুসন্ধান                  
  • ডিজিটাল ডিসপ্লে বোর্ডে জামিন ও খালাসের তথ্য প্রদর্শন

বিঃদ্রঃ বন্দি সংক্রান্ত সকল বৈধ তথ্য ওয়ান স্টপ সার্ভিস সেন্টার এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। 

এছাড়া যেকোন প্রয়োজনে জেল সুপার, মোবাইল নম্বর: ০১৭৬৯-৯৭০৩৪০ ও  জেলার, মোবাইল নম্বর: ০১৭৬৯-৯৭০৩৪১ যোগাযোগ করতে পারবেন। অধিকতর ঊর্ধ্বতন প্রশাসনে অভিযোগের জন্য বিভাগীয় কারা উপ-মহাপরিদর্শক মহোদয়ের ফোন নম্বর: ০১৭৬৯-৯৭০৩০০। ওয়েবসাইট: https://prison.coxsbazar.gov.bd